সেমিমাইক্রো ও মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি

একাদশ- দ্বাদশ শ্রেণি - রসায়ন - রসায়ন- প্রথম পত্র | | NCTB BOOK
112
112

সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য নিম্নরূপঃ


 

১. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.05g - 0.2g কঠিন নমুনা ব্যবহার করা হয়। 

কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.005g - 0.02g কঠিন নমুনা ব্যবহার করা হয়। 

২. সেমি মাইক্রো পদ্ধতিতে 2ml - 4ml আয়তনের দ্রবণ ব্যবহার করা হয়।

কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.2ml - 1ml আয়তনের দ্রবণ ব্যবহার করা হয়।

৩. সেমি মাইক্রো বিশ্লেষণে যৌগের পৃথকীকরণ, পরিমাণগত বিশ্লেষণ ও কাঠামো নির্ণয় করতে ব্যবহার করা হয়।

কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে অধঃক্ষেপণ পদ্ধতিসহ বেয়ার ল্যাম্বার্ট সূত্র ভিত্তিক ক্রোমাটোগ্রাফি ও স্পেকট্রোমিটার ব্যবহার করা হয়।

৪. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে উৎপন্ন বর্জ্যের পরিমাণ মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির থেকে বেশি হয়। কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে উৎপন্ন বর্জ্যের পরিমাণ সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির থেকে কম হয়।

৫. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে তরল নমুনা পরিমাপ করার জন্য সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়।

কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে তরল নমুনা পরিমাপ করার জন্য মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়।

Content added By
Promotion