Job

মোহাম্মদ বরকতুল্লাহ

- বাংলা - বাংলা সাহিত্য | NCTB BOOK
15

বাংলা সাহিত্যের খ্যাতিমান দার্শনিক প্রবন্ধকার মোহাম্মদ বরকতুল্লাহ। তিনি বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত বন্ধে পাকিস্তানের পক্ষে মত দেন।

  • মোহাম্মদ বরকতুল্লাহ ২ মার্চ, ১৮৯৮ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের ঘোড়শাল গ্রামে জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হলে তিনি পরিচালক পদে যোগদান করেন।
  • তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬০), দাউদ পুরস্কার (১৯৬৩) পুরস্কার পান। পাকিস্তান সরকারের 'সিতারা-ই-ইমতিয়াজ' (১৯৬২) উপাধিতে ভূষিত হন।
  • তিনি ২ নভেম্বর, ১৯৭৪ সালে ঢাকায় মারা যান।

তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো:

'পারস্য প্রতিভা' (১ম খণ্ড- ১৯২৪, ২য় খণ্ড- ১৯৩২): এটি তাঁর শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ। এ গ্রন্থে পারস্যের খ্যাতনামা কবিদের জীবনী ও সাহিত্যকর্ম, ফরাসি সাহিত্যের প্রেক্ষাপট, ইহলোক ও পরলোক ইত্যাদি বিষয় উপস্থাপিত হয়েছে।

'মানুষের ধর্ম' (১৯৩৪): এ গ্রন্থে জগৎ ও জীবন, ইহলের ও পরলোক, জড়প্রকৃতি ও মনোজগৎ, জীবনপ্রবাহ ও আড়া প্রভৃতি দুরূহ তত্ত্ব ক্লাসিক্যাল বাংলা গদ্যে উপস্থাপিত হয়েছে।

'নবীগ্রহ সংবাদ' (১৯৬০): এটি হযরত মুহাম্মদ (স.) এর জীবনীভিত্তিক গ্রন্থ।

'নয়া জাতির স্রষ্টা হযরত মোহাম্মদ' (১৯৬৩): এটি হযরত মুহাম্মদ (স.) এর জীবনীভিত্তিক গ্রন্থ। এ গ্রন্থের জন্য তিনি 'দাউদ পুরস্কার' (১৯৬৩) লাভ করেন।

'কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত' (১৯৫৭), 'বাংলা সাহিত্যে মুসলিম ধারা' (১৯৬৯), 'হযরত ওসমান' (১৯৬৯)

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...