Summary
বাক্য শুদ্ধিকরণ:
বাক্য লেখার সময় বিভিন্ন ভুল হতে পারে, যা মনের ভাবকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে বাধা দেয়। বাক্য শুদ্ধভাবে লেখার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সম্ভাব্য ভুলগুলোর মধ্যে রয়েছে:
- পদের বানানে ভুল
- বিশেষ উক্তিতে ভুল
- যতি চিহ্নের ভুল ব্যবহার
- বাগধারার বিকৃত প্রয়োগ
- সাধু ও চলিত রীতির মিশ্রণ
- বহুবচন একাধিকবার ব্যবহারে ভুল
- লিঙ্গের ভুল
- পুরুষ বিন্যাসের সঠিকতা
- ক্রিয়াপদের পুরুষ ও কাল অনুসারে ভুল
- বিভক্তির ভুল ব্যবহার
- অনুসর্গের ভুল প্রয়োগ
- অব্যয় পদের ভুল প্রয়োগ
- অসমাপিকা ক্রিয়ার অপপ্রয়োগ
- পদ বিন্যাসের ভুল
- পদের বাহুল্য প্রয়োগ
- একসঙ্গে একাধিক বিষয় নিয়ে ভুল
বাক্য শুদ্ধিকরণঃ
আমরা যখন বাক্য লিখি তখন বাক্যের মধ্যে নানা রকমের ভুল হতে পারে। ভুল বাক্য মনের ভাব প্রকাশে সমর্থ হয় না। বাক্য লিখার সময় কিছু বিষয় সতর্ক থাকলে বাক্য শুদ্ধভাবে লিখা যায়।
যেসব বিষয়ে ভুল হতে পারেঃ
১. বাক্যে ব্যবহৃত পদের বানান ভুল হতে পারে।
২. বিশেষ উক্তি ব্যবহারে ভুল হতে পারে।
৩. যতি চিহ্নের ব্যবহার করায় ভুল হতে পারে।
৪. বাগধারার বিকৃত প্রয়োগে বাক্য ভুল হতে পারে।
৫. সাধু রীতি ও চলিত রীতির মিশ্রণে বাক্য ভুল হতে পারে।
৬. বাক্যে বহুবচন একাধিকবার ব্যবহার করায় ভুল জতে পারে।
৭. লিঙ্গ ঘটিত ভউল হতে পারে।
৮. পুরুষ বিন্যাস সঠিক না হওয়ায় ভুল হয়।
৯. ক্রিয়াপদ পুরুষ ও কাল অনুসারে না হলে।
১০. বিভক্তির সঠিক ব্যবহার না করায় বাক্য ভুল হতে পারে।
১১. অনুসর্গের সঠিক ব্যবহার না হলে।
১২. অব্যয় পদের যথার্থ প্রয়োগ ভুল হলে।
১৩. অসমাপিকা ক্রিয়ার অপপ্রয়োগে ভুল হয়।
১৪. পদ বিন্যাস সঠিক না হলে ভুল হয়।
১৫. পদের বাহুল্য প্রয়োগে ভুল হয়।
১৬. একই বাক্যে একাধিক বিষয়ের ভুল থাকতে পারে।
# বহুনির্বাচনী প্রশ্ন
তাহার জীবন সংশয়ময়
তাহার জীবন সংশয়পূর্ণ
তাহার জীবন সংশয়াপূর্ণ
তাহার জীবন সংশয়ভরা
Read more