যৌগিক শব্দ

- বাংলা - বাংলা ভাষা (ব্যাকরণ) | NCTB BOOK

যৌগিক শব্দ : যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন- গায়ক = গৈ + ণক (অক) – অর্থ : গান করে যে । - কর্তব্য = কৃ + তব্য – অর্থ : যা করা উচিত । বাবুয়ানা = বাবু + আনা – অর্থ : বাবুর ভাব। মধুর = মধু + র -অর্থ : মধুর মতো মিষ্টি গুণযুক্ত দৌহিত্র = দুহিতা+ষ্ণ্য –অর্থ : কন্যার পুত্র, নাতি । চিকামারা = চিকা+মারা – অর্থ : দেওয়ালের লিখন ।

Content added By
মৌলিক শব্দ হয়
যৌগিক শব্দ হয়
রূঢ়ি শব্দ হয়
যোগরূঢ় শব্দ হয়
হস্তী
গবেষণা
পঙ্কজ
জলধি
কোনটিই নয়
তৈল
রেশম
দৌহিত্র
মহাযাত্রা
হস্তী, বাঁশ
গায়ক, বাবুয়ানা
রাজপুত, সহযাত্রা
ঢাকা, গোলাপ

আরও দেখুন...

Promotion

Promotion