hsc

তৎসম নিপাতনে সিদ্ধ

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - বাংলা ২য় পত্র | | NCTB BOOK

নিপাতের সিদ্ধ সন্ধি -

যেসব স্বরসন্ধি নিয়ম মানে না, নিয়ম ভেঙে সন্ধি হয় তাদের নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘কুল+অটা” সন্ধি করে হওয়ার কথা ‘কুলাটা’ (অ+অ = আ)। কিন্তু সন্ধি হওয়ার পর তা হয়ে গেছে ‘কুলটা”। তাই এটা নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন-

 নিপাতনে সিদ্ধ সন্ধি

 কুল+অটা = কুলটা

 (কুলাটা নয়

 প্র+ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ়

 নয়)

 মার্ত- + অন্ত = মার্তন্ড

 গো+অক্ষ = গবাক্ষ

 (গবক্ষ নয়)

 অন্য+অন্য = অন্যান্য

 (অন্যোন্য নয়)

 শুদ্ধ+ওদন = শুদ্ধোদন

 (মাৰ্তান্ড নয় )

 (শুদ্ধোদন নয়)

 

Content added || updated By

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি-

নিয়মহীনভাবে স্বরধ্বনি আর স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।

 

যেমন: অন্য+অন্য= অন্যান্য, আইন+অনুসারে= আইনানুসারে।

Content added || updated By

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি-

নিয়মহীনভাবে ব্যঞ্জনে আর ব্যঞ্জনের মিলনে যে সন্ধি হয়, তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে।

 

যেমন: এক+দশ= একাদশ, বন্+পতি= বনস্পতি।

Content added || updated By
Promotion