Summary
শওকত ওসমান (জন্ম: ২ জানুয়ারি ১৯১৭) প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুরে জন্মগ্রহণ করেন। একজন বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক, তাঁর সাহিত্যকর্ম সমাজসচেতন ও প্রগতিশীল ভাবধারার উজ্জ্বল উদাহরণ।
শওকত ওসমান দীর্ঘদিন সরকারি কলেজে বাংলা ভাষা ও সাহিত্য পড়িয়েছেন এবং বিভিন্ন পেশাতেও ছিলেন। তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, রম্যরচনা, অনুবাদ এবং শিশুতোষ রচনা মিলিয়ে ৮০টিরও বেশি বই লিখেছেন।
গুরুত্বপূর্ণ রচনাবলি:
- উপন্যাস: 'বনি আদম', 'জননী', 'ক্রীতদাসের হাসি', 'চৌরসন্ধি'
- ছোটগল্পগ্রন্থ: 'পিঁজরাপোল', 'প্রস্তর ফলক'
'ক্রীতদাসের হাসি' তাঁর অন্যতম আলোচিত উপন্যাস। সাহিত্যসেবা হিসেবে তিনি আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, ফিলিপ্স সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। ১৯৯৮ সালের ১৪ মে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান তাঁর সাহিত্যিক নাম। তাঁর জন্ম ১৯১৭ খ্রিষ্টাব্দের দোসরা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুরে । বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক শওকত ওসমানের সাহিত্যকর্ম তাঁর তীক্ষ্ণ সমাজসচেতন
ও প্রগতিশীল ভাবধারার শৈল্পিক ফসল। শওকত ওসমান দীর্ঘদিন সরকারি কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেছেন। শিক্ষকতার আগে তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। শওকত ওসমান গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, রম্যরচনা, অনুবাদ ও শিশুতোষ রচনা মিলে আশিটিরও বেশি বই লিখেছেন । তাঁর রচনাবলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : ‘বনি আদম’, ‘জননী', ‘ক্রীতদাসের হাসি’, ‘চৌরসন্ধি’, ‘রাজা উপাখ্যান’, ‘নেকড়ে অরণ্য', ‘পতঙ্গ পিঞ্জর', ‘জাহান্নাম হইতে বিদায়' ইত্যাদি উপন্যাস; ‘পিঁজরাপোল’, ‘প্রস্তর ফলক’, ‘জন্ম যদি তব বঙ্গে' ইত্যাদি ছোটগল্পগ্রন্থ। 'ক্রীতদাসের হাসি' তাঁর ব্যাপক আলোচিত একটি উপন্যাস। সাহিত্যসাধনার স্বীকৃতি হিসেবে তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, ফিলিপ্স সাহিত্য পুরস্কার ইত্যাদি। ১৯৯৮ খ্রিষ্টাব্দের ১৪ই মে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
Read more