মানুষ সকল সত্য

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | | NCTB BOOK

ওরে মন কান্না কেন? যন্ত্রণায় কেন জর্জরিত?

মৃত্যুর পাষাণ বুকে প্রার্থনার বাণী ব্যর্থ হয়ে 

অবিশ্রান্ত ফিরে আসে চলে কাল নির্লিপ্ত নিৰ্ভয়ে। 

তুমি কি জানো না মন আমরা কালের হাতে ধৃত?

বুঝি তাই মৃত্যু তার অন্য এক অর্থ নিয়ে আসে: 

অনির্বাণ দীপ্তি যার অমৃতের পুত্রদের পথে 

সমস্ত যন্ত্রণা মুছে বহমান দুর্নিবার শোতে, 

সেই স্বপ্নে তারাফুল ঝরে পড়ে মৃত্তিকার ঘাসে।

 যে পথে গিয়েছে তারা কালিদাস, দান্তে ও হোমার 

অজেয় রবীন্দ্রনাথ, বেদব্যাস, খৈয়াম, হাফিজ, 

সুকান্ত-মিন্টন-শেলী অকাতরে ঢেলে মনসিজ 

সেই পথে গেছে সেও। এই শান্তি আমার তোমার। 

হে মন প্রফুল্ল হও। শোনো তার মৃত্যুহীন গান 

মানুষ সকল সত্য। এই সত্যে আমি অনির্বাণ ।

Content added By
Promotion